অ্যাকসেসিবিলিটি লিংক

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইউনেস্কো বাংলাদেশকে শর্ত দিয়েছে


বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইউনেস্কো সুন্দরবন সংলগ্ন রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আপত্তি প্রত্যাহার করে নিয়েছে। তবে শুক্রবার বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, ইউনেস্কো বাংলাদেশকে কৌশলগত পরিবেশ সমীক্ষাসহ কিছু শর্ত দিয়েছে। এসব শর্ত সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এসব শর্ত মেনে নিয়েছে। তবে কি কি শর্ত দেয়া হয়েছে-সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধী এবং পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, ইউনেস্কো যাতে কিছু শব্দ বাদ দেয় সে লক্ষ্যে বাংলাদেশ সরকার কিছু কারসাজি করতে পারে। অনেকের মতো এমন অভিযাগ করেছেন তেল গ্যাস, বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রধান অধ্যাপক আনু মুহাম্মদ।

এদিকে, বিএনপি শুক্রবার ঢাকায় এক মানববন্ধন থেকে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে দেশবিরোধী উল্লেখ করে, তাদের ভাষায়, পার্শ্ববর্তী দেশকে তুষ্ট করার প্রকল্প বলে উল্লেখ করেছে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG