অ্যাকসেসিবিলিটি লিংক

ইউএনএইচসিআর: রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ব্যাপক আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন


United Nations High Commissioner for Refugees Filippo Grandi, center, visits newly arrived Rohingya Muslims at Kutupalong refugee camp, Bangladesh, Sept. 23, 2017.
United Nations High Commissioner for Refugees Filippo Grandi, center, visits newly arrived Rohingya Muslims at Kutupalong refugee camp, Bangladesh, Sept. 23, 2017.

জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে রোহিঙ্গা যারা মিয়ানমার থেকে পালিয়ে গেছে তাদের খাদ্য ও আশ্রয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ব্যাপক আন্তর্জাতিক সহায়তা।

ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্রান্ডি, রবিবার, বাংলাদেশের কক্সেস বাজারে বলেছেন, ৪ লক্ষ ৩০ হাজারের বেশী মানুষ যারা মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে গেছে তাদের ব্যাপক প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন।

তিনি বলেন, “যে শরণার্থীরা সবে এসেছেন তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি। আমি দেখছি যে তাদের প্রয়োজনের ব্যাপকতা কত বিস্তৃত। তাদের সব কিছুর প্রয়োজন রয়েছে। তাদের প্রয়োজন খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয় স্থল, স্বাস্থ্য পরচর্যা এবং সব চাইতে জরুরী ও বড় প্রয়োজন ভাল থাকার যায়গা।”

গ্রান্ডি আরও বলেন সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে কারণ সহিংসতার কারণেই জনগন মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছে।

XS
SM
MD
LG