সাহায্যদাতা সংস্থাগুলি হুশিয়ার করে দিয়েছে যে, ইরাক সরকার ৮ই নভেম্বর, করোনা সঙ্কটকালে আইসিসদের সংঘাত থেকে পালিয়ে যেসব ইরাকি জনগণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন, সেগুলি তড়িৎ বন্ধের ঘোষণা দিয়ে, শীতের শুরুতে হাজার হাজার শরণার্থীদের ভয়ংকর এবং অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেনI
UNHCR বা জাতিসংঘ শরণার্থী এজেন্সির মুখপাত্র, বাবর বালুচ জানান, যে তার সংস্থা ইরাক সরকারকে তাদের উদ্বেগের কথা জানিয়েছেনI সংস্থাটি জানায়, প্রায় ৪৮,০০০ শরণার্থীদের এ মাসের শেষ নাগাদ শিবির বন্ধের কথা জানিয়ে দেয়া হয়েছেI তাদেরকে অল্প নোটিসে তাবু ছাড়তে বাধ্য করা হবে এবং যাতে অনিশ্চয়তার মুখে পড়বেন হতভাগ্য এসব পরিবারI