অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘ শরণার্থী সংস্থার স্বাস্থ্য বীমা 


ইরানে বসবাসরত আফগানিস্তানের অতিরিক্ত ২০,০০০ শরণার্থীর জন্য UNHCR বা জাতিসংঘ শরণার্থী সংস্থা, স্বাস্থ্য বীমার খরচ বহন করবেI নুতন এই ব্যবস্থায় ইরানে ১, ২০,০০০ শরণার্থী এখন ইরানের জাতীয় স্বাস্থ্য নীতির আওতায়, কভিড ১৯ এবং অন্যান্য অসুস্থতার জন্য স্বাস্থ্য পরিষেবা লাভ করবেনI

ইরানে বর্তমানে প্রায় ৮ লক্ষ আফগান শরণার্থী রয়েছেন, যাদের মধ্যে UNHCR ,গত বছর অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১ লক্ষ শরণার্থীদের স্বাস্থ্য বীমা দিয়েছিলোI সে সংখ্যা এ বছর আরও ২০ হাজার বাড়ানো হোলI

XS
SM
MD
LG