অ্যাকসেসিবিলিটি লিংক

সংঘাত, নিপীড়ন এবং সহিংসতা থেকে পালিয়ে আসা লোকদের প্রতি সমর্থন জোরদারের আহ্বান জাতিসংঘের


জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের একটি সংবাদ সম্মেলনে। ৮ অক্টোবর, ২০২১।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের একটি সংবাদ সম্মেলনে। ৮ অক্টোবর, ২০২১।

সংঘাত, নিপীড়ন এবং সহিংসতা থেকে পালিয়ে আসা লোকদের জন্য সমর্থন জোরদার করার, এবং আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজনে দেশগুলিকে তাদের সীমানা উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার, ফিলিপ্পো গ্র্যান্ডি।

দুই দিনের এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে জাতিসংঘের এই শীর্ষ শরণার্থী কর্মকর্তা বলেন, “কয়েক শতাব্দী ধরে, নির্বাসনের অভিজ্ঞতা এবং আশ্রয় গ্রহণের ইতিহাস আমাদের যৌথ ঐতিহ্যের একটা অংশ হয়ে উঠেছে”। আয়োজিত অনুষ্ঠানটি দুই বছর আগে অনুষ্ঠিত গ্লোবাল রিফিউজি ফোরামের প্রথম ফলোআপ। তখন শরণার্থী এবং আশ্রয়দাতা দেশগুলিকে আরও ভালভাবে সহায়তা করার জন্য প্রায় ১,৪০০টি অঙ্গীকার করা হয়েছিল।

হাইকমিশনার গ্র্যান্ডি বর্তমান এ বিষয়ে বিশ্বব্যাপী পরিস্থিতির একটি মিশ্র পর্যালোচনা করে বলেন, এখানে উপস্থিত ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তা, উদ্বাস্তু এবং বিভিন্ন অংশীদাররা খতিয়ে দেখতে পারেন, এ পর্যন্ত সেসব প্রতিশ্রুতির ঠিক কতটুকু বাস্তবায়ন সম্ভব হয়েছে।

তিনি বলেন, দেশগুলি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা এবং স্বাস্থ্যসেবা প্রতিক্রিয়াগুলিতে উদ্বাস্তুদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি সুরক্ষা এবং বৃহত্তর জীবিকার সুযোগ দেওয়ার ক্ষেত্রে বেশ ভাল করেছে। এছাড়া, রাষ্ট্রহীনতা দূরীকরণ এবং শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে তিনি সতর্ক করে এও বলেন, অনেক দেশ যে সব লোকের নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজন আছে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

ইউএনএইচসিআর-এর রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে কমপক্ষে ৮কোটি ৩৪ লক্ষ লোককে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং সেই সংখ্যার মধ্যে ২ কোটি ৬৮ লক্ষ শরণার্থী। আর বিশ্বের প্রায় ৮৫ শতাংশ শরণার্থীকে আশ্রয় দিয়েছে উন্নয়নশীল দেশগুলি।

গ্র্যান্ডি ধনী দেশগুলিকে আরও বেশী দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি উদ্বাস্তু সমস্যার সমাধানে আরও তৃতীয় দেশমুখী সমাধানের জন্য এগিয়ে আসার জন্য আবেদন করেছেন।

অনুষ্ঠানে যোগদানকারী কর্মকর্তারা কোভিড-১৯ মহামারী মোকাবেলা, জলবায়ু পরিবর্তন এবং বাস্তুচ্যুতি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে চিহ্নিত করবেন।

XS
SM
MD
LG