অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ প্যানেল : সিরিয়ার নার্ভ গ্যাস ব্যবহার দাবির প্রমাণ দেয়নি


সিরিয়ায় যুদ্ধাপরাধ তদন্তে নিয়োজিত জাতিসংঘের একটি প্যানেল বলছে যে তারা এব্যাপারে চূড়ান্ত কোন প্রমাণ পায়নি যে সংঘাতে সম্পৃক্ত কোন পক্ষই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এর ফলে তারা একজন সদস্যের এই দাবির থেকে দূরে সরে আসলেন যে তার এ ব্যাপারে দৃঢ় সন্দেহ রয়েছে যে বিদ্রোহী বাহিনী সারিন গ্যাস ব্যবহার করেছে।

সিরীয় আরব প্রজাতন্ত্রের ব্যাপারে , নিরপেক্ষ তদন্ত কমিশন সোমবার বলেছে যে তারা এই বিষয়টি পরিস্কার করে বলতে চায় যে , কোন পক্ষ দ্বারা রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোন চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি।

এই বিববৃতির আগে ঐ প্যানেলের একজন সদস্য এবং যুদ্দাপরাধ বিষয়ক সাবেক অভিশংসক কার্লা ডেল পন্টে সুইস টেলিভিশনকে জানান যে কমিশনের কাচে এ রকম ইঙ্গিত আছে সিরীয় বিদ্রোহীরা সারিন গ্যাস ব্যবহার
XS
SM
MD
LG