অ্যাকসেসিবিলিটি লিংক

ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক ত্রাণ এবং আর্থিক সহায়তা জরুরি : আন্তর্জাতিক রেডক্রস


আন্তর্জাতিক রেডক্রস ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক ত্রাণ এবং আর্থিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করে এক বিবৃবিতে এ ব্যাপারে দাতাদেশ ও সংস্থাগুলোর প্রতি ত্বরিৎ এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক রেডক্রসের একটি নিজস্ব প্রতিনিধিদল অতি-সম্প্রতি ভাসানচর পরিদর্শন শেষে ওই বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকার ভাসানচরের অবকাঠামোগতসহ অন্যান্য ক্ষেত্রের যথেষ্ট উন্নতি করেছে। তবে নারী ও শিশুদের সুরক্ষায় জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণ জরুরি। এছাড়া স্বল্প এবং দীর্ঘমেয়াদী ভিত্তিতে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং তা নিশ্চিত করা অতিসত্বর প্রয়োজন।

আন্তর্জাতিক রেডক্রসের বিবৃতিতে বলা হয়, সামনে রয়েছে ঝড়-জলোচ্ছাসের সময়। যদিও ভাসানচরের দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামগ্রিক ব্যবস্থাপনা ঝড়-জলোচ্ছাসসহ দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট সুরক্ষিত, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ মাত্রায় হলে ওই সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় আগাম ব্যবস্থা গ্রহণ জরুরি। আন্তর্জাতিক রেডক্রসের বাংলাদেশস্থ প্রধান সুনীল ক্যাফল এ সম্পর্কে বলেন, ভয়াবহ সাইক্লোন হলে, সরবরাহ ব্যবস্থা বিঘ্নের কারণে, ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীরা সেখানে আটকা পড়তে এবং খাদ্য, ঔষধ এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় দ্রব্যাদির চরম সংকটে পড়তে পারেন। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষাসহ নানা ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি বৃদ্ধি জরুরি বলে আন্তর্জাতিক রেডক্রস ওই বিবৃতিতে বলেছে।

XS
SM
MD
LG