বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া স্থাপনায় বিমান হামলা চালিয়েছে বলে দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। ইরাকে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুর ওপর রকেট হামলার প্রত্যক্ষ প্রতিক্রিয়ায় ঐ হামলা চালানো হয়।
গত সপ্তাহের হামলার পর এই হামলা যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিশোধমূলক পদক্ষেপ ছিল। তবে হামলার পরিধি কম থাকার কারণে ঐ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশংকা কম বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও, কেবল সিরিয়াতে হামলার সিদ্ধান্ত নেয়ার কারণে ১৫ই ফেব্রুয়ারীর হামলায় আমেরিকান নাগরিক আহত হওয়ার বিষয়ে নিজস্ব তদন্ত চালানরো জন্য ইরাকের সরকার কিছুটা সময় পাবে।
নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার অনুমোদন দিয়েছেন। পেন্টাগন তাত্ক্ষণিকভাবে এই বিষয়ে কোন মন্তব্যে করেনি।বিগত কয়েক বছরে বেশ কয়েকবার প্রতিশোধমূলক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।