যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর জানাচ্ছে যে এ রকম আভাস পাওয়া যাচ্ছে যে উত্তর কোরিয়া একটি ক্ষেপনাস্ত্র অথবা উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। এনপি আর বলছে যে পিয়ং ইয়ং এর কাছে, সানুমদং স্থাপনার স্যাটেলাইটে পাওয়া ছবি বিশ্লেষণ করে সেখানে ট্রাক, গাড়ি, ক্রেইন এ সব দেখা যাচ্ছে।
ক্যালিফোর্নিয়ার মনটেরিতে Middlebury Institute of International Studies এর গবেষক জেফ্রি লুইস বলছেন এই বিষয়গুলো সব একত্রিত করলে বোঝা যায় যে উত্তর কোরিয়া রকেট নির্মাণের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন যে উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊনের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের পর, উত্তর কোরিয়া যদি তার পারমানবিক পরীক্ষা আবার শুরু করে তা হলে তা হবে হতাশার বিষয়। অ্যালাবামা অঙ্গ রাজ্যে ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি স্বচক্ষে দেখার জন্য যাবার সময়ে ট্রাম্প গতকাল সংবাদদাতাদের কাছে এই মন্তব্য করেন। তিনি বলেন তাঁর এই মেয়াদকালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের উন্নতি ঘটিয়েছেন। তিনি বলেন ওবামা আমলে উত্তর কোরিয়া ছিল একটি দূর্যোগ, এখন সম্পর্কে পরিবর্তন আসছে।