অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বজুড়ে মহিলা ও মেয়েদের ওপর সহিংসতা বৃদ্ধি পাচ্ছে: জাতিসংঘ মহাসচিব


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনা ভাইরাসের কারনে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক চাপের কারনে বিশ্বজুড়ে মহিলা ও মেয়েদের ওপর সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

মহাসচিব বলেন, সহিংসতা এখন আর যুদ্ধ ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। বহু মহিলা ও মেয়েদের জন্য এই হুমকী হচ্ছে সর্বাত্মক, অথচ তাদের ঘরেই সবচেয়ে নিরাপদ থাকার কথা। তাই আমি নতুন করে বিশ্বজুড়ে ঘরে ঘরে শান্তির আবেদন জানাতে চাই। বহুদেশ ইতোমধ্যেই অভ্যন্তরীন সহিংসতার খবর দিয়েছে।

দক্ষিন আফ্রিকায় কর্তৃপক্ষ মহিলাদের বিরুদ্ধে ৯০০০০ সহিংসতার খবর লিপিবদ্ধ করেছে। ফ্রান্সের অভ্যন্তরীন সহিংসতা এক সপ্তাহে তিনগুন বৃদ্ধি পায়। তুরস্কের সক্রিয়বাদীরা ঘরে আবদ্ধ মহিলাদের মৃত্যুর পর তাদের বৃহত্তর সুরক্ষার দাবি জানান।

XS
SM
MD
LG