অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকানদের জন্য এই সপ্তাহ হবে সবচেয়ে দু:খময়


করোনা মহামারী যখন যুক্তরাষ্ট্রে তান্ডবলীলা চালাচ্ছে তখন শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার এ সপ্তাহে আরো মৃত্যুর ভবিষ্যৎবানী দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সার্জেন জেনারেল Jerome Adams, Fox News Sunday তে বলেন, বেশীর ভাগ আমেরিকানদের জন্য এই সপ্তাহ হবে সবচেয়ে দু:খময়। এটা যেন পার্ল হারবার বা ৯/১১ এর মুহুর্ত। এটা শুধু একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে না, পুরো দেশ জুড়ে ছড়িয়ে যাবে।

শীর্ষ বিশেষজ্ঞ Anthony Fauci, CBS এর Face the Nation অনুষ্ঠানে বলেন, এটা হবে মর্মান্তিক একটি সপ্তাহ, অনেকের কাছে তা হবে ভীতিময়।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সংক্রামিত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার, ৯৬০০'র বেশী মানুষ প্রান হারিয়েছেন। এই ধারা বজায় থাকলে ২৪০০০০ লোকের প্রানহানী ঘটতে পারে বলে ভবিষ্যৎবানী দেয়া হয়েছে।

XS
SM
MD
LG