অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণে আল শাবাবের এক শীর্ষ নেতা নিহত


সোমালিয়ায় মানুষ বিহীন যুক্তরাষ্ট্রের একটি বিমান আক্রমণে আল শাবাবের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে। এই অভিযান সম্পর্কে অবগত যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা শুক্রবার এই খবর জানান।

সোমালিয়ার একজন কর্মকর্তা বলছেন, যুক্তরাষ্ট্রের এই ড্রোন আক্রমণের শিকার হাসান আলী জোর, হত্যাকারীদের একটি দলের নেতা ছিল। মোগাদিশুতে সন্ত্রাসী আক্রমণের সঙ্গে সম্পৃক্ত যে ১২ জন আল শাবাব সদস্যকে সোমালী সরকার সন্ধান করছিল, এই লোকটি তাদেরই একজন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রেস সেক্রেটারি পিটার কুক এ খবরটি নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই বিমান অভিযানটি চালায়। তিনি বলেন জোরে এর আগে সুপরিকল্পিত আক্রমণে তিনজন আমেরকান নাগরিককে হত্যা করেছে এবং পুর্ব আফ্রিকার ঐ দেশটিতে আমেরিকানদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানোর পরিকল্পনার জন্য তাকে সন্দেহ করা হয়।

কুক আরও বলেন যে, আমরা এই অভিযানের ফলাফল মূল্যায়ন করে দেখছি এবং জোরে'কে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সোমালিয়া, তার জনগণ, ঐ অঞ্চলে আমেরিকান সহযোগী এবং বিদেশে আমেরিকানদের বিরুদ্ধে আল শাবাবের হামলা পরিকল্পনা পরিচালনার ক্ষমতার উপর গুরুতর আঘাত।

XS
SM
MD
LG