অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভের ২৪০তম বার্ষিকী উদযাপন করেছে নানা আয়োজনে


যুক্তরাষ্ট্র, ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের ২৪০তম বার্ষিকী উদযাপন করেছে সোমবার। জাতীয় ছুটির দিনে দেশ ব্যাপী জনগন বনভোজন প্যারেড এবং আতশবাজির মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। সবচেয়ে বড় আতশবাজি হয় রাজধানী ওয়াশিংটন এবং নিউইয়র্কে।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা কোন সুনির্দিষ্ট হুমকী পাননি। তারপরও ওয়াশিংটন, নিউইয়র্ক ও শিকাগো’র নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে সামরিক পরিবারদের আপ্যায়ন করেছেন। খাওয়া দাওয়া ছাড়াও শিল্পী কেন্ড্রিক লামার এবং জানেল মোনে সঙ্গীত পরিবেশ করেন।

হোয়াইট হাউসের কাছাকাছি জাতীয় সংরক্ষণাগারে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। টমাস জেফারসনের প্রণীত ঐ ঘোষণাপত্র, ১৭৭৬ সালের ৪ঠা জুলাই কংগ্রেস অনুমোদন করে।

XS
SM
MD
LG