জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে সাত দিনের অস্ত্র বিরতির প্রস্তাবটি পাশ হয়নি।
জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হলেও, অস্ত্র বিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে চীন ও ভেনিজুয়েলা। এবং এ্যাঙ্গোলা ভোট দেয়া থেকে বিরত ছিল।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেন, জেনেভায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি’র সঙ্গে তাঁর মঙ্গলবার বা বুধবার বৈঠক হবে। তবে যুক্তরাষ্ট্র ঐ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি এবং নিরাপত্তা পরিষদের ভোটের বিষয়েও কোন তাৎক্ষনিক মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
প্রায় ৬ বছর আগে, গৃহ যুদ্ধ শুরু হওয়ার পূর্বে, আলেপ্পো ছিল সিরিয়ার সবচাইতে বড় শহর। বর্তমানে ওই শহরে রুশ সমর্থিত সিরিয়ান সামরিক বাহিনী আক্রমণ অভিযান চালাচ্ছে। সামরিক বাহিনীর লক্ষ্য হচ্ছে পূর্বাঞ্চলের এলাকাগুলোতে বিদ্রোহী যোদ্ধারা যে সব স্থান দখল করে আছে, তার নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া।