যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা করেছে যে তারা পরমাণু অস্ত্রের উপরে কয়েক দশকের পুরানো যে নিষেধাজ্ঞা ছিল তা সম্পূর্ণ ভাবে তুলে নেবে। কিছু বিশ্লেষক উদ্বেগ প্রকাশ করে বলছেন এই পদক্ষেপ নেওয়া হলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন আমেরিকা ও রাশিয়ার মধ্যে যে মাঝারি পাল্লার পারমানবিক অস্ত্র চুক্তি বা Nuclear Forces Treaty রয়েছে তা স্থগিত করা হবে। ঐ চুক্তিটি ঠাণ্ডা লড়াইর সময়হয়েছিল। রাশিয়া ঐ চুক্তিটি লঙ্ঘন করে আসছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। যেসব ক্রুজ মিসাইলের উপরে নিষেধাজ্ঞা রয়েছে তার বেশ কিছু রাশিয়া অগ্রাহ্য করে আসছে। তবে রাশিয়া ঐসব অভিযোগ অস্বীকার করেছে।
দু’দেশের মধ্যকার ঐ চুক্তিটি ছিল বিশ্বের প্রথম অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। যার মধ্যে ভূমিতে সাড়া ৫হাজার কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষমএমন ক্রুজ ক্ষেপণাস্ত্র পুরোপুরি নিষিদ্ধ করা হয়।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরপররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন,যুক্তরাষ্ট্র ছ’মাসের মধ্যে এই চুক্তি থেকে যে বেড়িয়ে আসবে তারাশিয়াকে আনুষ্ঠানিক ভাবে জানানো হবে।