হংকং এ গণতন্ত্র সম্পর্কে চীন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে যুক্তরাষ্ট্র গত রাতে চীনকে দোষারোপ করেছে। এর কয়েক ঘন্টা আগেই হংকং এর আইন পরিষদ চীনের জাতীয় সঙ্গীতের অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ বলে একটি আইন পাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্রী মর্গান অর্টেগাস ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, দূর্ভাগ্যবশত আমরা গত কয়েক সপ্তা ধরে ক্রমাগত এমন সব কর্মকান্ড লক্ষ্য করছি যেখানে চীন আবার বিশ্বকে বুঝিয়ে দিল যে তারা তাদের প্রতিশ্রুতি ভাঙতে পারে এবং কখনই তারা তাদের কথা রাখার ইচ্ছে রাখে না। তিনি আরও বলেন সুতরাং পররাষ্ট্র বিভাগে আমরা এ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছি। আমরা আশা করি বিশ্ব এখন বুঝবে যে চেয়ারম্যান শি ঝিনপিং কে এবং চীনের কমিউনিস্ট পার্টি কি।
হংকং এর প্রধানত বেইজিং পন্থি বিধায়করা জাতীয় সঙ্গীত বিষয়ক এই আইন বিপুল সংখ্যাধিক্যে পাশ করেন। এই আইন লংঘন করে যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করবে কিংবা ব্যঙ্গ করে তা গাইবে তার তিন বছরের কারাদন্ড হতে পারে এবং ৬,৪৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। অর্টেগাস এ বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করেন যে চীন ঐ অঞ্চলে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তার নিয়ন্ত্রণ আরোপের কথা ঘোষণা করার পর পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি কংগ্রেসে এ ব্যাপারে সাক্ষ্য দিতে সক্ষম হননি যে হংকং চীন থেকে পৃথক স্বায়ত্তশাসিত একটি অঞ্চল। তিনি যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভে ইন্ধন যোগানোর চেষ্টার জন্যে বেইজিং সরকারকে অভিযুক্ত করেন। এ দিকে গতকাল চীনের তিয়েনানমেন স্কোয়ারে ১৯৮৯ সালে গণহত্যায় নিহত লোকজনের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে গতরাতে হংকং ‘এ পুলিশের বাধা অগ্রাহ্য করে হাজার হাজার মানুষ সমবেত হয়। বক্তারা ঐ শহরের উপর চীনের নিরাপত্তা আইন প্রয়োগের সিদ্ধান্তের নিন্দা জানালে সমবেত লোকজন উল্লাস প্রকাশ করে।