অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান গোয়েন্দা বাহিনী বলেছে তালেবান নেতা যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়


Pakistan Afghanistan Taliban Leader Death
Pakistan Afghanistan Taliban Leader Death

আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস, নিশ্চিত করেছে যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানে এক বিমান আক্রমণে তালেবান নেতা আখতার মনসুর নিহত হন।

রবিবার টুইটার ও ফেসবুকে প্রকাশিত, এনডিএস এর বিবৃতিতে বলা হয় বালুচিস্তানের দালবানদিনে ৩টা পঁয়তাল্লিশ মিনিটে এক বিমান হামলায়, তালেবান নেতা মুল্লাহ আক্তার মনসুর নিহত হন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী , মিয়ানমারে সফরের সময় বলেন, “মনসুর কে আক্রমণ করা হয় কারণ তিনি আমেরিকান কর্মী, আফগান বেসামরিক লোকজন ও আফগান নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হুমকী হয়ে দাড়ায়। এবং মনসুর সরাসরি শান্তি আলচনার বিরোধিতা করেন।”

ইতিমধ্যে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় চিকিৎসকরা জানিয়েছেন যে তারা প্রত্যন্ত সীমান্ত অঞল যেখানে আমেরিকা হামলা চালিয়েছে সেখান থেকে দু ব্যক্তির দেহ পেয়েছে।

শহরের সিভিল হাসপাতালের ড: রাশিদ জামালি, ভয়েস অফ আমেরিকাকে বলেন, যে সীমান্ত শহরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে এবং কোয়েটাতে পাঠিয়ে দেয়।

XS
SM
MD
LG