যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা বলছেন – আফগানিস্তানের দক্ষিনাঞ্চলবর্তি কান্দাহারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেটো নেতৃত্বাধীন বাহিনীর পাঁচ এ্যামেরিকান সদস্য নিহত হয়েছেন ।
ঐ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কেউই প্রাণে রক্ষা পান নি বলে স্থানিয় কর্মকর্তাদের সূত্রে বলা হয়েছে । সোমবার প্রচন্ড বজ্রবৃস্টির মাঝে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় । ঐ সময় ঐ এলাকায় শত্রুপক্ষের কোনো তত্পরতা ছিলো না । নেটো এ দূর্ঘটনার কথা আগেই বলেছিলো , কিন্তু নিহতরা কোন দেশের নাগরিক সেটা উল্লেখ করেনি । ঐ দূর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে ।
ঐ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কেউই প্রাণে রক্ষা পান নি বলে স্থানিয় কর্মকর্তাদের সূত্রে বলা হয়েছে । সোমবার প্রচন্ড বজ্রবৃস্টির মাঝে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় । ঐ সময় ঐ এলাকায় শত্রুপক্ষের কোনো তত্পরতা ছিলো না । নেটো এ দূর্ঘটনার কথা আগেই বলেছিলো , কিন্তু নিহতরা কোন দেশের নাগরিক সেটা উল্লেখ করেনি । ঐ দূর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে ।