অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ৫ 


যুক্তরাষ্ট্র, রবিবার ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে আরো এক দফা বিমান হামলা চালায়I ব্রিটেন ভিত্তিক নজরদারি সংস্থা জানায়, হামলায় অন্তত ৫ জন ইরান সমর্থিত ইরকি মিলিশিয়া নিহত হয়েছেI ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও স্থাপনার ওপর মিলিশিয়াদের ড্রোন হামলার জবাবে এই হামলা পরিচালিত হয়েছেI এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানায়, তারা সিরিয়ার দুটি এবং ইরাকের একটি প্রক্রিয়াকরণ ও গুদামজাত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়I

প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এসব বিমান হামলা পরিচালিত হয়েছেI ৫ মাস আগে ক্ষমতা গ্রহণের পর, ইরান সমর্থিত মিলিশিয়াদের বিরুদ্ধে এটি ছিল তাঁর দ্বিতীয় প্রতিশোধকমূলক হামলাI ইরাকে রকেট হামলার জবাবে তিনি ফেব্রুয়ারী মাসে প্রথম বিমান হামলার নির্দেশ দিয়েছিলেনIপেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, রবিবারের হামলায় প্রতীয়মান হয় যে, প্রেসিডেন্ট বাইডেন এই স্পষ্ট বার্তা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য ও স্থাপনাকে রক্ষা করতে তিনি সামরিক হস্তক্ষেপ করবেনI

পেন্টাগন থেকে জানানো হয়, ইরান সমর্থিত মিলিশিয়া, খাতাইব হেজবুল্লাহ ও খাতাইব সাইয়্যিদ আল শুহাদা কর্তৃক ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা পরিচালিত হয়েছেI

সিরিয়ার জাতীয় সংবাদ মাধ্যম, সানা, জানায় হামলায় একটি শিশু নিহত ও অন্যান্য আরো ৩ জন আহত হয়েছেনI

(রয়টার্স)

XS
SM
MD
LG