অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রের এক ডজন যুদ্ধ বিমান বৃটেনে তাদের ঘাটিতে ফিরিয়ে আনা হচ্ছে


যুক্তরাষ্ট্রের সেনা কর্তৃপক্ষ জানিয়েছে তুরস্ক থেকে এক ডজন যুদ্ধ বিমান বৃটেনে তাদের ঘাটিতে ফিরিয়ে আনা হচ্ছে।

নভেম্বরে ৬টি F-15E Strike Eagles এবং ৬টি six F-15c Eagles তুরস্কে পাঠানো হয় সিরিয়া ও ইরাকের ইসলামিক ষ্টেট জঙ্গীদের সঙ্গে লড়তে সেখানকার যোদ্ধাদেরকে সহায়তার লক্ষ্যে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার তুরস্কের Incirlik বিমান ঘাঁটি সফর করার পর যুদ্ধ বিমান ফিরিয়ে আনার এ ঘোষণা দেওয়া হল। তবে ঐ বিমান ঘাটিতে এখনো যুক্তরাষ্ট্রের সহায়তাকারী বিমান রয়েছে, রয়েছে ড্রোন এবং জ্বালানী সরবরাহকারী বিমানও। পেন্টাগনের এক সেনা কর্মকর্তা জানান ছয়টি F-15s বিমানের স্থলে শিগগিরই বেশকিছু A-10s বিমান পাঠানো হবে।

XS
SM
MD
LG