পহেলা জুলাইয়ের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরে
নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা
বার্নিকাট।
নিষেধাজ্ঞা নয়, বরং তাদেরসতর্ক করা হয়েছে বলে বৃ্রিহস্পতিবার ঢাকায় পোষাক
শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতাদের সাথে মতবিনিময় সভায় এক
প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এমন বক্তব্য দিয়েছেন।
দুই দেশের সম্পর্ক ও ব্যাবিসা-বানিজ্যের উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রের
নাগরিকদের বাংলাদেশ সফরে আসার প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন
তবেতাঁদের সতর্কতার সাথে চলা ফেরার পরামর্শ দেয়া হয়েছে ।
মার্শা বার্নিকাট বলেন সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সরকার নিরাপত্তার ক্ষেত্রে যে ব্যাবস্থা
নিয়েছে তাতে যুক্তরাষ্ট্র সরকার সন্তুষ্ট হলেও এটাই যথেষ্ট নয়। নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ
সরকারকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে বন্তব্য করে তিনি বলেন সন্ত্রাস বিরোধী
লড়াইয়ে তাঁর দেশ বাংলাদেশের পাশে আছে এবং থাকবে।