অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলারের রোহিঙ্গা ক্যাম্প সফর


বাংলাদেশে নব নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের অভ্যন্তরে নিরাপদ পরিবেশ তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার বিকালে কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে সাংবাদিকদের সাথে কথা বলেন মিলার।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলারের রোহিঙ্গা ক্যাম্প সফর
please wait

No media source currently available

0:00 0:01:55 0:00


রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের অর্থনীতি ও পরিবেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানান মিলার। এসময় তিনি বনায়নের অংশ হিসেবে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন।

মঙ্গলবার সকালে ৩দিনের সফরে কক্সবাজার পৌঁছেন মিলার। প্রথম দিন নাইক্ষংছড়ির কোনার পাড়ার শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্প এবং উখিয়ার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি। বুধবার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এবং এর পরদিন বৃহস্পতিবার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে। কক্সবাজারে এটি মিলারের প্রথম সফর।

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিল


XS
SM
MD
LG