অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও গ্রীস বর্ধিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে


ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন ও গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী নাইকোস ডেনডিয়াস আলোচনায় রত। ১৪ই অক্টোবর, ২০২১ ছবি, জোনাথন এর্নস্ট/এপি

যুক্তরাষ্ট্র ও গ্রীস বৃহস্পতিবার তাদের বর্তমান পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিকে উন্নীত করেছে। এই পদক্ষেপকে প্রতিরক্ষা ও সামগ্রিক ভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হিসাবে দেখা হচ্ছেI

যুক্তরাষ্ট্র ও গ্রীসের কৌশলগত আলোচনার তৃতীয় দফার অংশ হিসেবে, ওয়াশিংটনে MDCA নামের এই চুক্তির সংশোধনীতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন ও সফররত গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী, নাইকোস ডেনডিয়াসI এই আলোচনা শুরু করেন ২০১৮ সালে তদানীন্তন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও তাঁর গ্রীক সহপক্ষ।

ব্লিঙ্কেন এই সংলাপের বর্ণনা দিতে গিয়ে বলেন, "এই আলোচনা আমাদের অংশীদারিত্ব আরো গভীর করার মিলিত প্রতিশ্রুতির ইঙ্গিত বহন করে, যার মাধ্যমে দুটি দেশ শান্তি, সমৃদ্ধি ও মানুষের মর্যাদার ক্ষেত্রে এখন আরো ক্ষমতাবান এক শক্তি বলে গণ্য হবে"I

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বৃহস্পতিবার একসংবাদ সম্মেলনে বলেন, এই সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এখন গ্রীসে প্রশিক্ষণ দিতে এবং আরও কিছু স্থান থেকে অভিযান চালাতে পারবেI গ্রীসের পররাষ্ট্রমন্ত্রী ডেনডিয়াস বলেন এই সংশোধনী গ্রীসের স্বার্থ রক্ষা এবং প্রতিরক্ষা ইস্যুর বাইরেও আমাদের সহযোগিতা বৃদ্ধি করবেI

তিনি বলেন, "গ্রীসে বিনিয়োগের ক্ষেত্রে এই চুক্তি এক নিরাপদ কাঠামো গড়ে যাতে যুক্তরাষ্ট্র গ্রীসে বিনিয়োগ করতে পারবে, শুধু তা আমাদের প্রতিরক্ষা স্থাপনার উন্নয়নের জন্য তাই নয়,বরঞ্চ তা বৃহত্তর সহযোগিতার ভিত্তিতে করার সুযোগ করে দেবে, যা প্রতিষ্ঠিত ও উন্নত করা হয়েছে"I

পূর্বাঞ্চলীয় ভূ-মধ্যসাগরীয় এলাকায় উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই চুক্তিটি সম্পাদিতহয়েছে, যেখানে গ্রীস ও প্রতিবেশী দেশ তুরস্ক একে অন্যকে আগ্রাসী ব্যবস্থা নেবার জন্য দোষারোপ করেছে, যাতে আঞ্চলিক বিরোধ বৃদ্ধির হুমকি দেখা দিয়েছেI

যুক্তরাষ্ট্র ও এথেন্সের আলোচনার প্রেক্ষাপটে বিশেষ অন্য একটি কারণ হচ্ছে গ্রীসে চীনের প্রভাব , বিশেষত, গ্রীসে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ সর্ববৃহৎ পিরাইয়াস বন্দরে ৫১% চীনের মালিকানা ক্রয়।

XS
SM
MD
LG