অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো শুল্ক পরিহার করতে অভিবাসন বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে


যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো শুল্ক পরিহার করতে অভিবাসন বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে মেক্সিকো যদি চুক্তি মেনে চলতে ব্যর্থ হয় তা হলে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপ করার অধিকার প্রয়োগ করবেন।

গতকাল টুইটারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প লেখেন , আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সঙ্গে একটি লিখিত চুক্তিতে পৌঁছেছে। সোমবার থেকে মেক্সিকোর ওপর যে শুল্ক কর আরোপের কথা ছিল তা অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হলো। এর পরিবর্তে মেক্সিকো সে দেশ থেকে আমাদের দক্ষিণ সীমান্তে অভিবাসনের ঢল থামাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে রাজি হয়েছে। ট্রাম্প বলেন মেক্সিকো থেকে অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেয়া হচ্ছে।

XS
SM
MD
LG