অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের আলোচনা সম্পন্ন


Presiden Korea Selatan Moon Jae-in berbicara dengan Menteri Pertahanan AS Lloyd Austin dan Menteri Luar Negeri AS Antony Blinken selama pertemuan di Gedung Biru Kepresidenan di Seoul, Korea Selatan, 18 Maret 2021. (Foto: REUTERS/Kim Hong-Ji)
Presiden Korea Selatan Moon Jae-in berbicara dengan Menteri Pertahanan AS Lloyd Austin dan Menteri Luar Negeri AS Antony Blinken selama pertemuan di Gedung Biru Kepresidenan di Seoul, Korea Selatan, 18 Maret 2021. (Foto: REUTERS/Kim Hong-Ji)

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ কর্মকর্তারা সোওলে তাঁদের মধ্যকার আলোচনা শেষ করেছেন। আলোচনায় প্রধানত আলোকপাত করা হয় উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকির উপর । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আজ যৌথ ভাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী চুং ইউই-ইয়ং এবং জাতীয়  প্রতিরক্ষা মন্ত্রী সুহ ঊকের সঙ্গে বৈঠক করেছেন। ব্লিংকেন সংবাদ সম্মেলনে বলেন, “আমরা উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করাতে সংকল্পবদ্ধ, যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের প্রতি দেশটি যে হুমকি হয়ে রয়েছে তা কমাতে এবং উত্তর কোরিয়ার জনগণের জীবন সহ সকল কোরিয়াবাসীর জীবন উন্নত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ কর্মকর্তারা সোওলে তাঁদের মধ্যকার আলোচনা শেষ করেছেন। আলোচনায় প্রধানত আলোকপাত করা হয় উত্তর কোরিয়ার নিরাপত্তা হুমকির উপর । যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আজ যৌথ ভাবে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী চুং ইউই-ইয়ং এবং জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী সুহ ঊকের সঙ্গে বৈঠক করেছেন। ব্লিংকেন সংবাদ সম্মেলনে বলেন, “আমরা উত্তর কোরিয়াকে পরমাণুমুক্ত করাতে সংকল্পবদ্ধ, যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্রদের প্রতি দেশটি যে হুমকি হয়ে রয়েছে তা কমাতে এবং উত্তর কোরিয়ার জনগণের জীবন সহ সকল কোরিয়াবাসীর জীবন উন্নত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন উত্তর কোরিয়ার জনগণ সেখানে ব্যাপক ও পরিকল্পিত নির্যাতন ভোগ করে”।

দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার আমেরিকান সৈন্য রয়েছে এবং এ সপ্তায় একটি অনুষ্ঠানে দু দেশ এই সৈন্যদের সেখানে রাখার খরচ বিষয়ে একটি চুক্তি সই করে। ট্রাম্প প্রশাসনের শেষ দিনগুলোতে এ নিয়ে ওয়াশিংটন ও সোওলের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন, যিনি নিজে যুক্তরাষ্ট্রের একজন অবসরপ্রাপ্ত জেনারেল , বলছেন এই জোট লৌহদৃঢ় হয়ে থাকবে। বাইডেন প্রশাসনকে প্রতিনিধিত্বকারী এই দু জন কর্মকর্তা হচ্ছেন মন্ত্রী পর্যায়ের প্রথম দু ব্যক্তি যারা বিদেশ সফরে গেলেন। এ সপ্তাহে আরও আগের দিকে তাঁরা জাপান সফর করেছেন।

XS
SM
MD
LG