অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের সঙ্গে দক্ষিণ চীন সাগরে যৌথ টহলদারি শুরু করেছে


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার আজ জানিয়েছেন যে আমেরিকান সামরিক বাহিনী , ফিলিপিন্স ‘এর সঙ্গে দক্ষিণ চীন সাগরে যৌথ টহলদারি পরিচালনা করছে এবং পালাক্রমে সাজসরঞ্জাম সহ বাহিনী ঐ দ্বীপপুঞ্জে নিজের উপস্থিতি বৃদ্ধি করছে।

ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে , ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে কার্টার বলেন মার্চ মাসে প্রথম দক্ষিণ চীন সাগরে যৌথ টহলদারি অভিযান শুরু হয়। প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন যে দ্বিতীয টহলদারি প্রক্রিয়া সম্পন্ন হয় এপ্রিলের গোড়ার দিকে।

প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে জাপানের পর ফিলিপিন্স হচ্ছে বিশ্বের দ্বিতীয় দেশ, যার সঙ্গে যুক্তরাষ্ট্র সমুদ্রে যৌথ টহল পরিচালনা করেছে। ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রী ভল্টায়ার গ্যাজমিন এক সংবাদ সম্মেলনে বলেন যে তাদের পরিকল্পনাকারীরা এই ধরণের টহলদারিকে নিয়মিত করার ব্যাপারে ভাবছেন।

এই ঘোষণাটি এমন এক সময়ে আসলো যখন দক্ষিণ চীন সাগরের , বিবাদিত এলাকাগুলোতে চীনের আগ্রাসী কর্মকান্ড নিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে।

XS
SM
MD
LG