অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার ওপর থেকে একটি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করলো ।


বর্মার ওপর থেকে একটি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করলো ।
বর্মার ওপর থেকে একটি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করলো ।

বর্মায় , দেশের সামরিক মদতপুস্ট সরকার গনতান্ত্রিক সংস্কার সাধন করায় , তার প্রতি সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র , বর্মার ওপর আরোপিত অনেকগুলো নিষেধাজ্ঞার একটি প্রশমিত করেছে ।

সোমবার রাতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর জানায় – আন্তর্জাতিক আর্থ প্রতিষ্ঠানগুলোর তরফে বর্মার মূল্যায়ন বিষয়ে যুক্তরাষ্ট্র তার বিরোধিতা এখন তুলে নিচ্ছে । এহেন উদ্যোগে দেশটির জন্যে এখন বিশ্ব ব্যাঙ্ক বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের মতো সংস্থাগুলোর কাছ থেকে মদত লাভে অনেক সুবিধে হবে । ওয়াশিংটন বলছে – বর্মায় , অন সান সূ চিকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার সুযোগ দেওয়ার সিদ্ধান্তসহ ইদানিং যেসব গনতান্ত্রিক সংস্কার হয়েছে তা উত্সাহব্যঞ্জক ।

সোমবার বর্মার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এপ্রিলের সংসদিয় উপ-নির্বাচনে নোবেল বিজয়ি নেত্রিকে প্রতিদ্বন্দীতা করার মঞ্জুরী দেওয়া হয় সরকারী ভাবে ।

XS
SM
MD
LG