অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে


কারজাই বিমান বন্দরে উদ্ধার তৎপরতা ১৬ই অগাস্ট, ২০২১ -এএফপি
কারজাই বিমান বন্দরে উদ্ধার তৎপরতা ১৬ই অগাস্ট, ২০২১ -এএফপি

কোন লড়াই ছাড়া তালিবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল পতনের একদিন পর, হাজার হাজার আমেরিকান সেনাসহ বিদেশী সেনারা কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরকে রক্ষা করার কাজে নিয়োজিত রয়েছেনI এসব সেনাদের সেখানে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য নিয়োজিত করা হয়I

প্রতিরক্ষা দপ্তরের একজন ঊর্ধতনো কর্মকর্তা সোমবার VOA কে জানান, যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের প্রধান, জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি রবিবার কাতারে তালিবান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হুশিয়ার করে দিয়েছেন যে জঙ্গি গ্ৰুপটি তাদের বিশাল উদ্ধার অভিযানে হস্তক্ষেপ করলে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী আত্মরক্ষামূলক ব্যবস্থা নেবেI

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে জনগণ ভীড় জমালে কতিপয় সেনার কাবুল আগমন বিলম্বিত হয় বলে জানিয়েছেন প্রতিরক্ষা কর্মকর্তারা। তারা বলেন, রানওয়ে এখন উন্মুক্ত এবং ঐ সেনাদলবাহী বিমান অবতরণ করেছেI

যুক্তরাষ্ট্র স্থল নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তার জন্য ৬০০০ সদস্যের সেনাবাহিনী অনুমোদন করেছে, যে সংখ্যা মে মাসে সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় সে দেশে আমেরিকান সেনা সংখ্যার চাইতে দ্বিগুনেরও বেশিI

XS
SM
MD
LG