অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন এখন ১০৭,০০০ নতুন সংক্রমণ


যুক্তরাষ্ট্রে গড়ে এক লক্ষের অধিক নতুন করে আক্রান্ত
ফাইল ছবি/ এপি
যুক্তরাষ্ট্রে গড়ে এক লক্ষের অধিক নতুন করে আক্রান্ত ফাইল ছবি/ এপি

জন্স হপকিন্স করোনা ভাইরাস রিসার্চ সেন্টারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে আগস্টের প্রথম সপ্তাহে প্রতি দিন ১ লাখ ৭ হাজারের বেশি নতুন সংক্রমণের কথা জানানো হয়েছে Iতুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র CDC গত ৭ই জুন, যুক্তরাষ্ট্রে এক দিনে মাত্র ১০ হাজারের কিছু বেশি নতুন সংক্রমণের তথ্য দিয়েছিলো I অত্যন্ত দ্রুত সংক্রমণশীল ডেল্টা ভাইরাস সারা যুক্তরাষ্ট্র জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে করোনা সংক্রমণ এতটা বৃদ্ধি পেয়েছে I

CDC 'র পরিচালক রোচেল ওয়লেনস্কি CNN-এর সঙ্গে এ সপ্তাহের আগের দিকে এক সাক্ষাৎকারে বলেন, সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার দিনে গত জানুয়ারি মাসের মত কয়েক লক্ষ পর্যন্ত হতে পারেI

জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রেপ্রতিদিন যে ২,৫০,০০০ সংক্রমণ রেকর্ড করা হতো, জুন মাসে তা নেমে আসে, তবে বয়স্ক লোকজন টিকা নেবার পরেও তা আবার বাড়তে শুরু করেছে I এসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৭০% প্রাপ্তবয়স্ক জনগণ অন্তত আংশিক হলেও ভ্যাকসিন নিয়েছেনI

XS
SM
MD
LG