অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক দ্বিপাক্ষিক সংলাপ


BD USA
BD USA

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কর্মকর্তারা এ সপ্তাহে ওয়াশিংটন বৈঠকে বসবেন। আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে তারা আলোচনা করবেন। মিয়ানমারের সহিংসতা থেকে যে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে, বাংলাদেশ সেই শরণার্থীদের মোকাবেলা করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ডেপিউটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি মাইকেল মিলার এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা বিষয়ক মহাপরিচালক আবিদা ইসলাম, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপে সভাপতিত্ব করবেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট- সংলাপে অংশগ্রহণ করবেন।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনার বিষয়বস্তু হবে আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ, এবং পাশাপাশি অংশীদারিত্ব বিস্তারের প্রচেষ্টায় মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ প্রসার, শান্তিরক্ষা, প্রতিরক্ষা বাণিজ্য, সামরিক সহযোগিতা, সন্ত্রাসবাদ মোকাবেলা, সমুদ্র নিরাপত্তা এবং আঞ্চলিক প্রতিরক্ষা বিষয়।

XS
SM
MD
LG