অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রভিত্তিক তিন অর্থনীতিবিদ


সুইডেনের রয়েল সুইডিশ একাডেমীতে সংবাদ সম্মেলনে ঘোষণার পর পর্দায় দেখা গেলো অর্থনীতিতে এবারের পুরস্কার বিজয়ী ৩জন অর্থনীতিবিদকে ১১ই অক্টোবর, ২০২১/তৃতীয় পক্ষের দেয়া ছবি/ক্লদিও ব্রেসসিয়ানি/রয়টার্স
সুইডেনের রয়েল সুইডিশ একাডেমীতে সংবাদ সম্মেলনে ঘোষণার পর পর্দায় দেখা গেলো অর্থনীতিতে এবারের পুরস্কার বিজয়ী ৩জন অর্থনীতিবিদকে ১১ই অক্টোবর, ২০২১/তৃতীয় পক্ষের দেয়া ছবি/ক্লদিও ব্রেসসিয়ানি/রয়টার্স

২০২১ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতে নিলেন যুক্তরাষ্ট্র-ভিত্তিক তিন অর্থনীতিবিদI ন্যূনতম বেতনে শ্রম বাজারের প্রভাব সম্পর্কিত অগ্রণী গবেষণা, অভিবাসন ও শিক্ষা এবং গতানুগতিক পদ্ধতি ব্যবহার করতে পারে না এমন গবেষণা থেকে সিদ্ধান্তে পৌঁছানোর বৈজ্ঞানিক কাঠামো তৈরির জন্য তাঁরা পুরস্কারে ভূষিত হনI

কানাডায় জন্মগ্রহণকারী ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলীর অন্যতম বিজয়ী, ডেভিড কার্ড পুরস্কারের অর্ধেক পাবেন, আর বাকি অর্ধেক যৌথভাবে দেয়া হবে ম্যাসাচুসেটস ইন্সটিটুইট অফ টেকনোলজি'র জশুয়া অংরিস্ট এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওলন্দাজ বংশোদ্ভূত ৫৮ বছর বয়সী গুইডো ইম্বেন্সকেI

দি রয়েল সুইডিশ একাডেমী অফ সায়েন্সেস জানায়, এই ৩ অর্থনীতিবিদ "অর্থনৈতিক বিজ্ঞানে অভিজ্ঞতার কাজকে পরিপূর্ণ নতুন আকার দিয়েছেনI

ইকোনোমিক সাইন্সেস কমিটির চেয়ার, পিটার ফ্রেড্রিকসন বলেন "অধ্যাপক কার্ড সমাজের মূল প্রশ্নগুলির ওপর গবেষণা করেছেন এবং অংরিস্ট এবং ইম্বেন্স পদ্ধতিগত অবদানগুলির মাধ্যমে দেখিয়েছেন যে প্রাকৃতিক পরীক্ষাগুলি জ্ঞানের একটি সমৃদ্ধ উৎস হতে পারেI

অধ্যাপক কার্ড গবেষণা করেছেন নিউ জার্সি ও পূর্বাঞ্চলীয় পেনসিলভেনিয়ার কতগুলি রেস্টুরেন্টের ওপর, যার মাধ্যমে তিনি শ্রম বাজারের ওপর ন্যূনতম বেতনের প্রভাব নিয়ে কাজ করেছেনI তিনি ও তাঁর প্রয়াত গবেষণা সহযোগী, এলান ক্রুগার দেখতে পান যে ন্যূনতম ঘন্টা মজুরি বৃদ্ধির কারণে তা কর্মনিয়োগকে প্রভাবিত করেনি, যার মাধ্যমে তারা প্রচলিত পন্থার প্রতি চ্যালেঞ্জ জানান যে ন্যূনতম মজুরি বৃদ্ধি মানে কম নিয়োগ।

XS
SM
MD
LG