অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র কংগ্রেসে এক লক্ষ এক হাজার কোটি ডলারের বাজেট নিয়ে ঐকমত্য


যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সেনেট সভার আলোচকেরা এক লক্ষ এক হাজার কোটি ডলারের বাজেট নিয়ে ঐকমত্যে পৌঁচেছেন – এতে যে বরাদ্দ মিলছে তাতে কেন্দ্রীয় সরকারের খরচপত্র মিটে যাবে সেপ্টেম্বর পর্যন্ত । আরেকবার যে সরকার অচল হয়ে পড়ার আশংকা ছিলো এতে করে সেটা এখন দূর হলো । সেনেট সভায় ডেমোক্র্যাটিক দলের সেনেটর বার্বারা ম্যাকলস্কি এবং রেপাবলিকান প্রাধান্যের প্রতিনিধি পরিষদে রেপাবলিকান দলের কংগ্রেস বিধায়ক হ্যারল্ড রজার্স যৌথভাবে দেওয়া এক বিবৃতি মারফত এ ঐকমত্যের কথা প্রকাশ করেন সোমবারদিন ।
ব্যয়বরাদ্দের পুঙ্খানুপুঙ্খ এ বাজেট পরিকল্পনা সেই চুক্তিরই ফলোদয়, ডিসেম্বরে সেনেট ও প্রতিনিধি পরিষদের মধ্যে সম্পাদিত যে চুক্তিতে পরবর্তী দু’ বছরের জন্যে কেন্দ্রীয় সরকারের ব্যয়বরাদ্দের দিক নির্দেশনা নির্ধারণ করা হয়েছিলো । অক্টোবরে সরকারি কর্ম তত্পরতায় ১৬দিন ব্যাপী যে অচলাবস্থা দেখা দিয়েছিলো তার পর পরই ঐ ব্যয় বরাদ্দ পরিকল্পনা নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় ।
XS
SM
MD
LG