অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মিয়ানমার নিয়ে উদ্বেগ,দক্ষিন চীন সাগরে চীনের অবৈধ অধিকার প্রচেষ্টা প্রত্যাখান


বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে চীনের “অবৈধ” নৌ-অধিকার প্রত্যাখান করছে এবং বেইজিং’এর চাপের মুখে পড়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পাশেই রয়েছে। দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংগঠন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভিডিও কনফেরেন্সে ব্লিংকেন আরও বলেন, যুক্তরাষ্ট্র মিয়ান্মারের পরিস্থিতি সম্পর্কে “ গভীর ভাবে” উদ্বিগ্ন এবং সে দেশে যাতে সহিংসতা বন্ধ হয় এবং গণতন্ত্র ফিরে আসে সে জন্য তিনি এই গোষ্ঠীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে চীনের “অবৈধ” নৌ-অধিকার প্রত্যাখান করছে এবং বেইজিং’এর চাপের মুখে পড়া দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর পাশেই রয়েছে। দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্রসমূহের সংগঠন আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের এক ভিডিও কনফেরেন্সে ব্লিংকেন আরও বলেন, যুক্তরাষ্ট্র মিয়ান্মারের পরিস্থিতি সম্পর্কে “ গভীর ভাবে” উদ্বিগ্ন এবং সে দেশে যাতে সহিংসতা বন্ধ হয় এবং গণতন্ত্র ফিরে আসে সে জন্য তিনি এই গোষ্ঠীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

বাইডেন প্রশাসন এ বছর জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর ১০ সদস্য বিশিষ্ট এই ব্লকের সঙ্গে এই ছিল যুক্তরাষ্ট্রের প্রথম বৈঠক । কুটনীতিক এবং অন্যান্যরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন যে ওয়াশিংটন ঐ অঞ্চলের প্রতি পর্যাপ্ত মনোযোগ দিচ্ছে না যে অঞ্চলটি ক্রমবর্ধমান শক্তিশালী চীনের মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

এদিকে ১লা ফেব্রুয়ারির সামরিক অভূত্থান মিয়ান্মারকে গোলযোগে নিমজ্জিত করার পর থেকেই আসিয়ান তার সদস্য রাষ্ট্র মিয়ান্মারের উপর প্রধানত কুটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সহিংসতা বন্ধ করে রাজনৈতিক আলোচনা শুরু করার বিষয়ে এবং একজন বিশেষ আঞ্চলিক দূত নিয়োগের ব্যাপারে এপ্রিলে আসিয়ান যে পাঁচ দফা প্রস্তাবের ব্যাপারে সহমত হয়েছিল, মিয়ান্মারের জান্তা তার দিকে নজর দেয়ার কোন লক্ষনই দেখায়নি। ব্লিংকেন ঐ সহমতের বিষয়ে “অবিলম্বে ব্যবস্থা “ গ্রহণের জন্য এবং মিয়ান্মারে বিশেষ দূত নিয়োগে আসিয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে জানিয়েছেন। মিয়ান্মারে “অন্যায়ভাবে আটক” লোকজনের মুক্তি এবং মিয়ান্মারে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে আহ্বান জানান।(রয়টার্স)

XS
SM
MD
LG