অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প , সকল দেশের প্রতি আহ্বান জানান যে তারা যেন উত্তর কোরিয়ার হুমকির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এবং প্রকাশ্যে দেশটিকে জানিয়ে দেয় যে এই খারাপ আচরণের একটা পরিণতিও আছে।

পোল্যান্ড সফরের সময় ট্রাম্প বলেন যে তিনি কোন সীমা রেখা আকবেন না কিংবা তাঁর কোন পরিকল্পনা নিয়েও কোন কথঅ বলবেন না কিন্তু তিনি বেশ কিছু গুরুতর বিষয় নিয়ে ভাবছেন । তিনি বিস্তারিত আর কিছু বলেননি।

গতকাল জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিকি হেলি , জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের বলেন যে উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে যে হুমকি দেখা দিয়েছে তা মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র সামরিক উপায় ব্যবহার করতে প্রস্তুত আছে। তবে তিনি বলেন কুটনৈতিক ও অর্থনৈতিক ভাবে এই সংকটের নিস্পত্তি করার চেষ্টাই হচ্ছে সব চেয়ে ভালো উপায়।

হ্যালি বলেন যুক্তরাষ্ট্র নিজেকে এবং তার মিত্রদের সুরক্ষার জন্য প্রস্তুত আছে। প্রসঙ্গত বলা যেতে পারে দক্ষিণ কোরিয়ায় সাড়ে আটাশ হাজার এবং জাপানে প্রায় পঞ্চাশ হাজার মার্কিন সৈন্য রয়েছে।

XS
SM
MD
LG