অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারী ক্লিনটনের সিরিয়া নীতির কারনে আরেকটি যুদ্ধ ঘটবে: ট্রাম্প


রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডনাল্ড ট্রাম্প বলেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারী ক্লিনটনের সিরিয়া নীতির কারনে আরেকটি যুদ্ধ ঘটবে।

রয়টারের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমাদের উচিৎ শুধুমাত্র আইসিস এর ওপর ফোকাস করা; সিরিয়া নয়। হিলারী ক্লিনটনের কথা শুনলে আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে হবে।

ক্লিনটনের প্রচারণা দলের পক্ষ থেকে ট্রাম্পের সমালোচনা করে বলা হয় তাকে সমর্থন দিচ্ছেন রাশিযয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যিনি চান বাশার আল আসাদও ক্ষমতায় থাকুক।

ক্লিনটনের মুখপাত্র জেসি লেরিচ বলেন ট্রাম্প পুতিনেরই মুখপাত্রের মতো কথা বলছেন এবং আমেরিকানদের ভিতি নিয়ে খেলছেন। আইসিসকে পরাস্ত করতে তার পরিকল্পনা পরিস্কার করে বলছেন না তিনি।

ট্রাম্প বলেন গনমাধ্যম জরিপ করে ক্লিনটনকে ওপরে দেখাচ্ছে, তাকে সহায়তা করছে না। তিনি নির্বাচন পদ্ধতিতে কারচুপিরও অভিযোগ করেন।

XS
SM
MD
LG