আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন পর্বের গুরুত্ব পূর্ণ ককাস শুরু হচ্ছে। আইওয়া রাজ্যের ডিমোইনে রয়েছেন সেগোফতানাসরিন কুইন।এ সম্পর্কে তার সংগে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন সরকার কবিরুদ্দিন। বিস্তারিত অনুষ্ঠানটি শুনুন অডিওতে চাপ দিন।