অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যিক আলোচনাকে স্বাগত জানিয়েছে চীন


Munchin press 20180421

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মেনিউশিন, বাণিজ্য বিষয়ে আলোচনার জন্য বেজিং সফর করার কথা যে বিবেচনা করছেন, রবিবার চীন বলেছে তারা ওই খবরকে স্বাগত জানাচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে “চীন এই তথ্য পেয়েছে যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র, বেজিং এ আসার কথা ভাবছে। চীন ওই খবরকে স্বাগত জানাচ্ছে।”

শনিবার মেনিউশিন বলেছেন, ক্ষতিকর সম্ভাব্য বাণিজ্যিক যুদ্ধ যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি করবে বলে বিশ্ব নেতারা উদ্বিগ্ন, সে সব বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি চীন যাবার কথা চিন্তা করছেন।

আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিশ্ব ব্যাংকের বৈঠকের সময় ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে মেনিউশিন ওই বক্তব্য রাখেন।

XS
SM
MD
LG