যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার চীনে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। সম্প্রতি গুয়াংজাওতে একজন আমেরিকান কর্মকর্তা একটা অস্পষ্ট ও অস্বাভাবিক শব্দ শুনতে পান।
বেজিংএ যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে সেই কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে ফেরত নিয়ে আসা হয়েছে রোগ নির্ণয় করার জন্য এবং এতে দেখা গেছে তার মস্তিষ্কে হালকা আঘাতের সৃষ্টি হয়েছে।
বুধবারের দেওয়া সতর্কতায় যুক্তরাষ্ট্র সরকার এই লক্ষণের কোনও কারণ ব্যাখ্যা করেনি তবে এই ধরনের আর কোনও খবর চীনের অন্যান্য জায়গা থেকে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে। তারা পরামর্শ দিয়েছে যারা এই ধরনের অস্বাভাবিক শব্দ অনুভব করবেন তাদেরকে অন্যত্র সরে যেতে যেখানে এই শব্দের সমস্যা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নুয়ার্ট জানিয়েছেন তারা অনুসন্ধান চালাচ্ছেন কি কারণে এমন ঘটনা ঘটলো।
সপ্তাহের শুরুতে একটি মেডিকাল টিম গুয়াংজাও যাচ্ছেন দূতাবাসের কর্মকর্তাদের চিকিৎসা সেবা দিতে।