অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার পারমানবিক হুমকীর বিষয়ে ট্রাম্প, চীন ও জাপানের নেতাদের সঙ্গে আলাপ করেছেন


FILE - A combination of photos of U.S. President Donald Trump (center) in Washington, March 1, 2017, Japan's Prime Minister Shinzo Abe (right) in Tokyo, Nov. 18, 2014, and Chinese President Xi Jinping (left) at London's Heathrow Airport, Oct. 19, 2015.
FILE - A combination of photos of U.S. President Donald Trump (center) in Washington, March 1, 2017, Japan's Prime Minister Shinzo Abe (right) in Tokyo, Nov. 18, 2014, and Chinese President Xi Jinping (left) at London's Heathrow Airport, Oct. 19, 2015.
FILE - A combination of photos of U.S. President Donald Trump (center) in Washington, March 1, 2017, Japan's Prime Minister Shinzo Abe (right) in Tokyo, Nov. 18, 2014, and Chinese President Xi Jinping (left) at London's Heathrow Airport, Oct. 19, 2015.
FILE - A combination of photos of U.S. President Donald Trump (center) in Washington, March 1, 2017, Japan's Prime Minister Shinzo Abe (right) in Tokyo, Nov. 18, 2014, and Chinese President Xi Jinping (left) at London's Heathrow Airport, Oct. 19, 2015.

উত্তর কোরিয়ার পারমানবিক কার্যক্রম যে হুমকী সৃষ্টি করছে সে বিষয়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং এবং জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে পৃথক টেলিফোন কল করে আলোচনা করেন।

হোয়াইট হাউস থেকে বলা হয় ট্রাম্প এবং শি, “পারমানবিক মুক্ত কোরীয় উপদ্বীপের প্রতি তাদের প্রতিশ্রুতির কথা পুনরব্যাক্ত করেন।।” উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকী সম্পর্কেও, ট্রাম্প তাদের সঙ্গে আলোচনা করেন।

চীনা বার্তা মাধ্যমে বলা হয় শি ট্রাম্পকে আরও বলেন কিছু নেতিবাচক জিনিষ যুক্তরাষ্ট্র চীনের সম্পর্কের উপর প্রভাব ফেলেছে এবং তিনি আশা করছেন ট্রাম্প তাইওয়ান সম্পর্কিত ইশুগুলো “এক চীন” নীতির ভিত্তিতে বিবেচনা করবেন।

হোয়াইট হাউস থেকে বলা হয়, আবের সঙ্গে আলোচনার সময় উভয় নেতা এ বিষয়ে একমত ছিলেন যে উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করতে হবে যাতে উত্তর কোরিয়া তাদের বিপদজনক পথ পরিবর্তন করে। উত্তর কোরিয়া যদি কোন হুমকী দেয় বা কোন পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এবং জাপান, জবাব দিতে যে প্রস্তুত আছে, সে বিষয়েও তারা একমত ছিলেন।

XS
SM
MD
LG