অ্যাকসেসিবিলিটি লিংক

চীন সতর্ক করে দিয়েছে যে ওয়াশিংটন শুল্ক আরোপ করলে, দু’দেশের মধ্যে কোন মতৈক্য তারা পালন করবে না


রবিবার চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে দু’দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা বিষয়ে কোন চুক্তি কার্যকর হবে না যদি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধি এবং অন্যান্য পদক্ষেপের যে হুমকি দিয়েছেন তা বাস্তবায়ন করা হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইলবার রস এবং চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি রবিবার বেজিংএ নতুন দফার আলোচনা শেষ করার পর ওই সতর্কবানী দেওয়া হয়। রবিবারের আলোচনার লক্ষ্য ছিল বাণিজ্য বিরোধ একটা সমাধান করা। বেজিং প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বাণিজ্যিক উদ্বৃত্ত কমাবে।

দিয়াওউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে আলোচনার শুরুতে রস বলেছেন যে আমেরিকা থেকে রপ্তানি করা বিশেষ কিছু পণ্য চীন কিনতে পারে সে বিষয়ে তারা দু’জন আলোচনা করেছেন। কিন্তু আলোচনা শেষে দু’দেশ কোন যৌথ বিবৃতি প্রকাশ করেনি বা কোন পক্ষই বিস্তারিত কিছু প্রকাশ করেনি।

XS
SM
MD
LG