অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকা ও চীনের বাণিজ্য সংকটঃ অর্থনীতিবিদ পরমা স্যানালের সাক্ষাতকার


আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য সংকটের ফলে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থ ব্যবস্থায় এর কি প্রভাব পড়বে সেসব বিষয় নিয়ে এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের ফেডারাল কমিউনিকেশনস কমিশনের ওয়ারলেস টেলিকমিউনিকেশনস ব্যুরোর প্রধান অর্থনীতিবিদ এবং বষ্টন ব্রেন্ডাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসার পরমা স্যানালের সংগে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিরা কিবরিয়া। বিস্তারিত শোনার জন্য অডিওতে চাপ দিন।

XS
SM
MD
LG