যুক্তরাষ্ট্র ও চীন রবিবার বলেছে তারা একে অপরের রপ্তানির উপর নতুন শুল্ক আরোপ করা থেকে পিছিয়ে আসার বিষয়ে একমত হয়েছে। এর একদিন আগে দু দেশের মধ্যে এক চুক্তি হয় যার অধীনে বেজিং আরও বেশী আমেরিকান পণ্য কিনবে যাতে চীনের সঙ্গে আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি অনেকটা হ্রাস করা যায়।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন মেনিউশিন ফক্স নিউসকে বলেছেন বিশ্বের দুটি সবচাইতে বড় অর্থনৈতিক শক্তি বাণিজ্য ইস্যুগুলো নিরসনের জন্য একটা অবকাঠামোর বিষয়ে একমত হয়েছে এবং অর্থবহ অগ্রগতি হয়েছে।
চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা শিনহুয়া, ভাইস প্রিমিয়ার লিউ হির উদ্ধৃতি দিয়ে বলেছে দু’পক্ষ একমত হয়ে যে তারা বাণিজ্য যুদ্ধে সংশ্লিষ্ট হবে না এবং শুল্ক বৃদ্ধি করা বন্ধ করবে।