অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র,জাপান ও য়ুরোপিয় য়ুনিয়নের ২৭ দেশ মিলে চীনের বিরূদ্ধে বানিজ্যমামলা রুজু করলো


ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলছেন –এ পৃথিবী গ্রহের তথাকথিত দূস্প্রাপ্য খনিজ সম্পদের রফতানির ব্যাপারে আরোপিত সীমারেখা নিয়ে যুক্তরাষ্ট্র চীনের বিরূদ্ধে বতুন একটা বানিজ্য-মামলা রুজু করেছে । কর্মকর্তারা বলছেন , যুক্তরাষ্ট্র - ২৭ জাতি য়ুরোপিয় য়ুনিয়ন ও জাপানের সঙ্গে মিলে এ বিরোধের নিস্পত্তির জন্যে বিশ্ব বানিজ্য সংগঠন wto-তে এ মামালা রুজু করেছে মঙ্গলবার । পৃথিবী গ্রহের দূস্প্রাপ্য ঐসব দ্রব্যের প্রধান রফতানিকারক দেশ হ’লো চীন – যার মধ্যে থেকে ১৭টি দ্রব্য , ফ্ল্যাটস্ক্রীন টেলিভিশন – হাইব্রিড মোটোরযানের ব্যাটারী ও উইন্ড টারবাইনের মতো উচ্চ প্রযুক্তি নির্ভর সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয় । প্রেসিডেণ্ট ওবামা বলেছেন – দূস্প্রাপ্য দ্রব্যের দরকার হয় যেসব সামগ্রীর উত্পাদনে তাতে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে এ্যামেরিকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোও যাতে প্রতিযোগিতার ন্যায্য সুযোগ পেতে পারে সে লক্ষেই তিনি এ বানিজ্য বিরোধের মামালায় যাচ্ছেন ।

চীন বলছে – নিজ দেশেই অভ্যন্তরীন চাহিদা বেড়ে যাওয়াতে এবং বাড়াবাড়ি রকমের খনি খনন তত্পরতায় প্রতিবেশের ওপর বিরুপ প্রতিক্রিয়া না হয় সে কথা চিন্তা করে , এই হালের ক’বছর তারা এর রফতানীতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ।

বেজিংয়ের Tsinghua University School of Economics and Management-এর অধ্যাপক প্যাটরিক শোভানেক ভয়েস অফ এ্যামেরিকাকে বলেছেন – এই একই ধরনের একটি মামলায় wto ইতিমধ্যেই চীনের বিপক্ষে রায় দিয়েছে ।

ওয়াশিংটন বলছে – বিধিনিষেধের কারনে চীনের কোম্পানীগুলো বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর তুলনায় উত্পাদন ব্যয় , বর্ধিত মাত্রায় আদায় করা বিষয়ে বেশি রকমের সুযোগ পেয়ে যাচ্ছে ।

XS
SM
MD
LG