ট্রাম্প প্রশাসন বলছে, বহুদিনের অনায্য নীতির কারণে বাণিজ্য যুদ্ধের দায় চীনের উপরই বর্তাবে।হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, এখনো কোনো পদক্ষেপ কার্যকরী করা হয়নি তবে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য এবং এটা চলতে দেয়া যায়না। অন্য দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যখন তারা বাণিজ্যের ব্যাপারটি সহজ করবে তখন যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক চমৎকার হবে। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন , দুই পক্ষের শুল্ক বাড়ানো বিশ্ব অর্থনীতির জন্য সুখকর হবে না । ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক Zlatica Hoke এর প্রতিবেদন থেকে তথ্য নিয়ে চীনে শিক্ষা গবেষণায় অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক ফরিদুল আলমের সাথে কথা বলে রিপোর্ট করছেন শাহাদাৎ হোসেন সবুজ।