আজ মার্টিন লুথার কিং জুনিয়রের ওয়াশিংটন মিছিলের ৫০ তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা হাজার হাজার লোকের উদ্দেশ্যে তাঁর মূল ভাষণ দিতে যাচ্ছেন। কিং ১৯৬৩ সালে লিঙ্কন মেমোরিয়ালে মানুষের সম অধিকার বিষয়ে যে বিক্ষোভ প্রদর্শন করেন তাতে আড়াই লক্ষের ও বেশি লোকের সমাবেশ ঘটেছিল। তিনি সেখানে বর্ণগত মিলন ও ন্যায়বিচারের পক্ষে তাঁর I have a dream খ্যাত সেই ভাষণটি দেন যা কীনা ঐতিহাসিকদের কাছে অন্যতম এক শ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচিত।
আজকের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এবং বিল ক্লিন্টন । তা ছাড়া থাকবেন টিভি ব্যক্তিত্ব ওপ্রা উইনফ্রে।
আজকের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এবং বিল ক্লিন্টন । তা ছাড়া থাকবেন টিভি ব্যক্তিত্ব ওপ্রা উইনফ্রে।