অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প ওবামা শাসনামলের পরিবেশ নিয়মরিতি খারিজ করার নির্বাহী নিদেশে সই করবেন


FILE - The Department of Energy is seen in Washington, D.C., May 1, 2015. The Trump transition team has disavowed a survey it sent to the Department survey sent to the U.S. Department of Energy requesting the names of people working on climate change in t
FILE - The Department of Energy is seen in Washington, D.C., May 1, 2015. The Trump transition team has disavowed a survey it sent to the Department survey sent to the U.S. Department of Energy requesting the names of people working on climate change in t

হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন-প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ সেই নির্বাহী নিদেশে সই করবেন যা দিয়ে ওবামা শাসনামলের পরিবেশ সংশ্লিষ্ট নিয়মরিতি কার্যকরভাবে খারিজ হয়ে যাবে।

হোয়াইট হাউসের পদস্থ এক কর্তাব্যক্তি সোমবার রাতে জানিয়েছেন-দূষনমুক্ত জ্বালানী পরিকল্পনায় বিধৃত নিয়মকানুন একেবারে আমূল বদলে ফেলার জন্যে প্রেসিডেন্টের ঐ নির্দেশে পরিবেশ সূরক্ষা সংস্থার প্রতি নির্দেশ জারি করা থাকবে।ট্রাম্প বারবারই তাঁর পূর্বসূরির পরিবেশ নীতির উল্লেখে যারপরনাই ক্ষোভ ব্যক্ত করেছেন।প্রেসিডেন্ট নির্বাচন পুর্ব প্রচারণাকালে তিনি এমোনকি এটাকে বেকুবি উদ্যোগ বলেও অভিহিত করেন, প্রধানত: ঐ পরিকল্পনায় ,তাঁর কথায়, কর্ম সংস্থান নাশ করার সব নিয়ম রিতি মজুদ রয়েছে ব’লে।

তবে দু’ হাজার পনেরো সালে ও দু’ হাজার ষোলোয় বিশ্ব পরিক্রমনে গিয়েছিলেন সৌরশক্তি চালিত সোলার ইমপালস বিমানের যে বৈমানিক সেই বার্ট্রান্ড পিকার্ড বলেছেন- পৃথিবী গ্রহের যত্ন নেওয়া সে তো ব্যবসায়িক চেতনারই পরিচায়ক।

XS
SM
MD
LG