অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডার


যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডার এডমিরাল হ্যারি বি. হ্যারিস জুনিয়র এর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে ৩ দিনের এক সফরে শনিবার ঢাকা পৌঁছেছে। ঢাকা আসার পর এডমিরাল হ্যারি প্রথমেই ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে তাঁরা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন বলে অন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

এছাড়াও, প্রতিনিধিদলটি বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এডমিরাল হ্যারি তার সফরকালে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং নৌ ও বিমানবাহিনী প্রধানগণের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া, প্রতিনিধিদলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করবে।

please wait

No media source currently available

0:00 0:00:36 0:00


XS
SM
MD
LG