অ্যাকসেসিবিলিটি লিংক

মালিতে জঙ্গি হামলায় ৩১ জন নিহত, নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র


মালি'র বানকাসে'র কাছে বন্দুকধারীদের হামলায় পুড়ে যাওয়া একটি বাস, ৪ঠা ডিসেম্বর, ২০২১ /রয়টার্স
মালি'র বানকাসে'র কাছে বন্দুকধারীদের হামলায় পুড়ে যাওয়া একটি বাস, ৪ঠা ডিসেম্বর, ২০২১ /রয়টার্স

পররাষ্ট্র দপ্তর রবিবার জানায়, যুক্তরাষ্ট্র মধ্য মালিতে একটি বাসে জঙ্গি হামলা যাতে অন্তত ৩১ জন নিহত এবং ১৭ জন আহত হন, "কড়া ভাষায় সেই হামলার নিন্দা" জানিয়েছেI

শুক্রবার, অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা সংহো গ্রাম থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারার একটি বাজার অভিমুখী বাসের ওপর গুলি চালায়I

এই গ্রামগুলি মপ্তি অঞ্চলের কেন্দ্রে অবস্থিত, যে এলাকাটি আল কায়দা ও ইসলামিক স্টেট গ্ৰুপের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্রোহীদের তৎপরতার কারণে এখন হিংসা-হানাহানির কেন্দ্রস্থলI

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক লিখিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র মালি'র বান্দিয়াগারা'র কাছে শনিবার অসামরিক জনগণের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে, যে হামলায় ৩১জন নিহত এবং ১৭জন আহত হনI

প্রাইস বলেন, "আমরা মালির জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ব্যক্ত করছি এবং তাদের নিরাপদ, সমৃদ্ধশালী ও গণতান্ত্রিক ভবিষ্যতের অন্বেষণে অংশীদার হওয়া অব্যাহত রাখবো"I

আফ্রিকার সাহেল অঞ্চল জুড়ে জিহাদি হামলা বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার লোকের মৃত্যু হয়েছে এবং মালি, বুরকিনা ফাসো, নিজারের লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছেনI

XS
SM
MD
LG