অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া ও ইরাকে ইসলামিক ষ্টেটের বিরুদ্ধে আমেরিকার বিমান আক্রমণ


সিরিয়া এবং ইরাকে শুক্রবার ইসলামিক ষ্টেটের লক্ষ্য স্থলগুলোতে আমেরিকার যুদ্ধবিমান, ড্রোন এবং আরো অন্যান্য বিমান আক্রমণ চালানো হয়।

যুক্তরাষ্ট্রের সেণ্ট্রাল কমান্ড জানিয়েছে যে সিরিয়ার দিয়ার এলজোর প্রদেশের কাছে ৩’টি বিমান অভিযান চালিয়ে তারা ইসলামিক ষ্টেট দলের ৪টি ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং আরো একটির বেশ ক্ষতি হয়েছে।

সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী একটি দল শুক্রবার জানিয়েছে যে দিয়ার এলজোর এলাকার তেল শোধনাগারগুলোই দৃশ্যত আক্রমণের লক্ষ্যস্থল ছিল।

বৃটেন ভিত্তিক সিয়ান অব্জার্ভেটরী ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে ইসলামিক ষ্টেট গোষ্ঠির কমান্ড সেন্টারেও তারা আঘাত হেনেছে।

আশা করা হচ্ছে যে যৌথ বাহিনী বিমান অভিযানে বৃটেনও যোগ দিতে পারে। তবে বৃটিশ পার্লামেন্টে ভোটের পরেই তা নির্ধারিত হবে। এ বিষয়ে আজ সেখানে ভোট হবে।

এ প্রসঙ্গে রোকেয়া হায়দার এবং আনিস আহম্মেদের আলোচনা ভিত্তিক রিপোর্টিঃ

please wait
Embed

No media source currently available

0:00 0:05:51 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG