অ্যাকসেসিবিলিটি লিংক

ডেলটা প্রকরণের কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে


People wait in line for COVID-19 vaccinations at an event at La Bonita market, a Hispanic grocery store, Wednesday, July 7, 2021, in Las Vegas. (AP Photo/John Locher)

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র(সিডিসি) জানিয়েছে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে নতুন করে সংক্রমণের হার ১১ শতাংশ বেড়েছে।ডেলটা প্রকরণের কারণে বিশেষ করে ঐ সব এলাকাতে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে যেখানে টিকা গ্রহণের হার সবচাইতে কম।

হোয়াইট হাউসের নিয়মিত সাপ্তাহিক কোভিড সম্পর্কিত সংবাদ সম্মেলনে সিডিসির পরিচালক রোশেল ওয়ালেন্সকি বলেন হাসপাতালে ভর্তিচ্ছুদের সংখ্যাও গত সাত সপ্তাহে প্রায় সাত শতাংশ বেড়েছে এবং কোভিড -১৯ এর কারণে মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে। ওয়ালেনস্কি বলেন পরিসংখ্যানগুলি যুক্তরাষ্ট্রে বিদ্যমান "দুটি সত্যকে" প্রমাণিত করেছে। দেশে টিকা কারজক্রম অব্যাহত থাকার কারণে উল্লেখযোগ্যভাবে নতুন করে সংক্রমিতের সংখ্যা হ্রাস পেয়েছে এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা ও কোভিড -১৯ এ মৃতের সংখ্যা জানুয়ারি মাসের পরিসংখ্যানের তুলনায় কম। তিনি বলেন যে যুক্তরাষ্ট্রে ১৬ হাজার কোটিরও বেশি লোক টিকা গ্রহণ করেছেন।

XS
SM
MD
LG